
বিশেষ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদের নির্বাচনের মধ্যে দিয়ে নেত্রকোণা ১ ও নেত্রকোণা-৩ আসনে এসেছে নতুন মুখ। দুজনেই এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রীর আস্থাভাজন হিসেবে এলাকায় গুঞ্জন রয়েছে। তাই এই দ্জুন থেকে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে নাম আসতে পারে বলে এলাকাবাসী আলোচনায় রয়েছেন।
নেত্রকোণা-১ (কলমাকান্দা-র্দুগাপুর) আসনের ১শ ৯টি কেন্দ্রে ২ লাখ ৪৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী মানু মজুমদার জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল পেয়েছেন ১৬ হাজার ৩৩২ ভোট।
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ১শ ৪৪টি কেন্দ্রেআওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিল ২ লাখ ৬০ হাজার ৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রফিকুল ইসলাম হিলালীপেয়েছেন ৬ হাজার ৭১৫ ভোট।