নেত্রকোণার ৫ আসনেই বিশাল ব্যবধানে আওয়ামীলীগ প্রার্থীরা জয়ী

বিশেষ প্রতিনিধি: দু’একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নেত্রকোণার ৫ টি আসনের দশ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নেত্রকোণার পাঁচটি আসনে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল ও আওয়ামী লীগের একজন বিদ্রোহী বা স্বতন্ত্রসহ মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ১০ টি উপজেলার ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেছেন।
নেত্রকোণা জেলায় মোট ভোটার রয়েছেন ১৬ লাখ ৬ হাজার ৭০৯ জন। আর ভোট কেন্দ্রের সংখ্যা ৬১৭ টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যাই ৫০০টি। সমতলে ৪৪৫ টি ও হাওরাঞ্চলে ৫৫ টি। তবে এ সব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এস এম আশরাফুল আলম জানান, জেলায় ১ হাজার ৫৭৪ জন পুলিশ, ৭ হাজার ৪০৪ জন আনসার, ৯০ জন র‌্যাব, ২৮২ জন বিজিবির সদস্যসহ এক ব্যাটেলিয়ন সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।


সর্বশেষ পাওয়া সংবাদে (স্থানীয়দের মাধ্যমে প্রাপ্ত) বেসরকারী ভাবে নেত্রকোণা ১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মানু মজুমদার নৌকা প্রতীকে পেয়েছেন ২,৩৯,৭৩৮ ভোট তাঁর নিকটতম প্রার্থী ব্যারিষ্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬,৩৩২ভোট। নেত্রকোণা ২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,সাবেক এমপি আশরাফ আলী খান খসরু নৌকা প্রতীকে পেয়েছেন পেয়েছেন ২,৮৩,৪৯৫ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ডাঃ আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩০,৫৭৩ ভোট। নেত্রকোণা ৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল নৌকা প্রতীকে পেয়েছেন ২,৭০,০৭০ ভোট তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধি রফিকুল ইসলাম হিলালী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭০২৮ ভোট। নেত্রকোণা ৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও তৃতীয় বারের মতো বিজয়ের পথে রয়েছেন রেবেকা মমিন নৌকা প্রতীকে পেয়েছেন ২,০৪,৭৯৫ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বদ্ধি তাহমিনা জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৭,৬০৫ ভোট ও নেত্রকোণা ৫ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক নৌকা প্রতীকে পেয়েছেন ১,৬৭,৫৬২ ভোট তারঁ নিকটতম প্রতিদ্বন্ধি আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫,৫৪২ ভোট।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।