নেত্রকোণায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে খাল পুনঃ খননের কাজ শুরু

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নেত্রকোণা সদরের ঠাকুরাকোণা ইউনিয়নের বর্নি গ্রামের কাছিমখাল পুনঃ খননের কাজ বুধবার সকাল সাড়ে দশটায় হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মজিবুর রহমান ও জেলা প্রশাসক মঈনউল ইসলাম উদ্বোধন করেছেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়,“বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০” এর প্রথম প্রকল্প “৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃ খনন প্রকল্প (১ম পর্যায়)” এর আওতায় নেত্রকোণা জেলার সদর উপজেলাধীন কাছিম খাল, প্রাক্কলিত মূল্য ১৪৫.৯৯ লক্ষ টাকা, পূর্বধলা উপজেলাধীন কোকখালী খাল, প্রাক্কলিত মূল্য ১০৮.০২ লক্ষ টাকা, দূর্গাপুর উপজেলাধীন বেলতলী খাল, প্রাক্কলিত মূল্য ১৫৩.৩৮ লক্ষ টাকা, মদন উপজেলাধীন ডুরন্দরের খাল, প্রাক্কলিত মূল্য ২২৩.৪৬ লক্ষ টাকা, মোহনগঞ্জ উপজেলাধীন সাপমারা খাল, প্রাক্কলিত মূল্য ৪২৭.৪৪ লক্ষ টাকা, কলমাকান্দা উপজেলাধীন মহাদেও নদী, প্রাক্কলিত মূল্য ৪৫৫.৫৮ লক্ষ টাকা এবং কেন্দুয়া উপজেলাধীন বারলা (অংশ ৩) খাল, প্রাক্কলিত মূল্য ৫৮.২৭ লক্ষ টাকা। সর্বমোট ১৫৭২.১৪ লক্ষ টাকা খাল পুনঃ খনন নেত্রকোণা পওর বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হাতে নেয়া হয়েছে। নেত্রকোণা জেলার সদর উপজেলাধীন কাছিম খাল, পূর্বধলা উপজেলাধীন কোকখালী খাল এবং দূর্গাপুর উপজেলাধীন বেলতলী খাল পুনঃখনন প্রকল্পের কাজের শুভ সূচনা করা হয়েছে। উক্ত সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রকৌশলী মোঃ ফকরুল আবেদিন, নেত্রকোণা জেলার জেলা প্রশাসক মঈন উল ইসলাম, যৌথ নদীর কমিশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, নেত্রকোণা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ, গন্যমান্য ব্যক্তিবর্গও সুফলভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন।
হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মজিবুর রহমান জানান, সারা দেশে ২৭শ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫ হাজার কিলোমিটার খাল পুনঃ খননের কাজ আজ একযোগে উদ্ধোধন করা হয়েছে। প্রকল্পের কাজটি ২০২০ সালের মধ্যে শেষ হবার কথা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটার খননের করা হলে এলাকার কৃষি ফসলের সেচ কাজ সহ মৎস্য সম্পদের প্রসার ঘটবে বলে জানান জেলা প্রসাশক মঈনউল ইসলাম।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান জানান, নেত্রকোণা সদর, আটপাড়া,পূর্বধলা উপজেলায় প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ১৫ কোটি ৭২ লাখ টাকার কাজ করা হবে।
এদিকে ‘‘শেখ হাসিনার অবদান শতবর্ষের ডেল্টা প্ল্যান, শেখ হাসিনার ইনোভেশন, ড্রেজিং করে নদী শাসন” এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে বেলতলী খালের পুনঃ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ শত বর্ষের ডেল্টা প্ল্যান ৬৪ টি জেলার অভ্যান্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পূনঃখনন প্রকল্পের (১ম পর্যায়)। এ প্রকল্পে সারা দেশের ন্যায় দুর্গাপুর উপজেলার বেলতলী খালের প্রায় ৪ কিলোমিটার খাল খনন কাজ শুরু করা হয়। পর্যায়ক্রমে এলাকার বিভিন্নœ নদ-নদী খাল সমুহ এই প্রকল্পের আওতায় খনন কাজ করা হবে। বুধবার দুপুরে সুসঙ্গ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) এ.এস.এম রিয়াদ হাসান গৌরব। এসময় পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, সাবেক মেয়র শ.ম জয়নায় আবেদীন, প্যানেল মেয়র নুরুল আকরাম খান, নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নিবারণ চক্রবর্তী,গোলাম কিবরিয়া,পৌর ইঞ্জিনিয়ার নওশাদ আলম, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, স্থানীয় সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ফ্লাস ফ্লাড, অতিবৃষ্টির পানি নিষ্কাশন করতঃ এলাকার ফসল ও জানমাল রক্ষা করা, বর্ষাত্তোর সময়ে দ্রুত পানি নিষ্কাশনের সুযোগ সৃষ্টি করা, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচনসহ অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করায় ভূমিকা রাখবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।