
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা পৌর সভার প্যানেল মেয়র-১ এর সার্বিক সহযোগীতায় নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর-বারহাট্রা) আসনের আওয়ামীলীগ মনোনিত মহাজোট প্রার্থী নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশারাফ আলী খান খসরু কে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতিকে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করার লক্ষে সোমবার রাতে নেত্রকোণা পৌর শহরের রাজুর বাজার এলাকায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের রুপকার নেত্রকোণা পৌরসভার সফল মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে জেলা জনসভায় বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আশারাফ আলী খান খসরু ,যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, নেত্রকোণা সদর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জি এম খান পাঠান বিমল,জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারী গাজী মোজাম্মেল হক টুকুসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।