
কেন্দুয়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগেবিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর অসীম কুমার উকিলের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে মঙ্গলবার দুপুরে স্থানীয় সান্দিকোণা স্কুল এন্ড কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার মানুষসভায় সমবেত হওয়ায় সভাটি জনসমুদ্রে পরিণত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিয়া মো. শফিকের সভাপতিত্বে ও সান্দিকোণা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আসাদুল হক ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূইয়া, এডভোকেট আবুল হাসনাত, আব্দুল্লাহ ভূইয়া রাজু, আওয়ামী লীগ নেতা সুলতান উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। একইদিন কেন্দুয়া উপজেলার নওপাড়া ও কেন্দুয়া সরকারি কলেজ মাঠেও নৌকার প্রার্থীকে নিয়ে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত সোমবার কেন্দুয়া উপজেলার চিরাং বাজার ও রোয়াইলবাড়ি বাজারসহ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।