মোহনগঞ্জে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত কর্মশালা

এস,এম,সারোয়ার খোকন: নেত্রকোণার মোহনগঞ্জে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানকে নিয়ে সোমবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
সেন্টারফর পলিসি ডায়লগ’সিপিডি’ ও অক্স্রফামের অংশীদারিত্বে ইউরোপীয় ইউনিয়ন ’ইইউ’এর আর্থিক সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ রি-কল ২০২১ প্রকল্প আয়োজিত কর্মশালায় সুশিল সমাজ ও গণমাধ্যম ব্যাক্তিত্ব অংশ গ্রহন করেন ।
উপজেলায় কৃষি অফিসের হলরুমে কর্মশালায় প্রধান অথিতি ছিলেন নেত্রকোনা রাষ্ট্র বিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ননী গোপাল সরকার। প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় এসডিজি সম্পৃক্ত নীতি ও কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন খুরশিমূল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা পাপিয়া আক্তার, মোহনগঞ্জ প্রেসক্লাব সভাপতি এস,এম, সারোয়ার খোকন, মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দিলাল মিয়া, সাংবাদিক মুক্তিযোদ্ধা এম এ গনি আকন্দ, কামরুল ইসলাম রতন, হাফিজুর রহমান চয়ন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি অর্গানাইজার মোঃ মোশারফ হোসেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।