ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন এক সংবাদ সম্মেলনে বলেছেন, সেনাবাহিনী মোতায়েন হলে হামলা, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ হবে এবং জনগণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন।
সোমবার দুপুরে ত্রিশালের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতীক বরাদ্দের পর তিনটি বানোয়াট ও মিথ্যা মামলায় বিএনপির প্রায় দুইশত নেতাকর্মীকে আসামি এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামীলীগের লোকজন ঘটনা ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে এসব মামলা দিয়েছেন। এতে ভোটারদের মাঝে ভীতি সঞ্চার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, বিএনপি নেতা মনজুরুল ওয়াহেদ নিক্সন প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।