
পূর্বধলা প্রতিনিধি: নওরীন আলম এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নেত্রকোণার পূর্বধলা উপজেলা সদরের পূর্বধলা জেএম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা শফিকুল আলম শাহীন পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ইত্তেফাক পত্রিকার পূর্বধলা উপজেলা প্রতিনিধি ও পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি এবং মা আহসান আরা উপজেলার মৌদাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নওরীন আলম ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।