নেত্রকোণায় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি দিলুয়ারা সম্পাদক আলপনা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি এডভোকেট দিলুয়ারা বেগম ও সম্পাদক সাংবাদিক আলপনা বেগমকে নির্বাচিত করা হয়। গতকাল শনিবার নেত্রকোনার মালনী এলাকায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রিম সেন্টার কার্যালয়ে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রথম অধিবেশনে গত কমিটির কার্যক্রম তুলে ধরা হয়। পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে পূর্বের ৩৯ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে জেলার সুশীল সমাজ, আইনজীবী, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক, সামাজিক ও এনজিও সহ বিভিন্ন প্রতিষ্টানের প্রতিনিধি রয়েছেন। পরবর্তীতে আগামী জানুয়ারী মাসে ১৫ সদ্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের সীদ্ধান্ত গৃহিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।