
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা শহরের কাটলী গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোণা-২ আসনের মহাজোট প্রার্থী ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মহাজোট প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ভজন সরকার, অ্যাডভোকেট ইফতিকার উদ্দিন মাসুদ, আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু, আ’লীগ নেতা আবু মনসুর তালুকদার, গাজী কামাল, কাউন্সিলর মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় আ’লীগ নেতা রেজাউল হাফিজ রেশিম, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নিপুন সরকার বাপ্পা,সোবায়েল আহমেদ খান প্রমুখ।