নেত্রকোণা-৫ আসনে দিন রাত চলছে নৌকার প্রচারণা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা-৫ আসনের (পূর্বধলা) নৌকার প্রচার প্রচারণা এখন তুঙ্গে। এই আসনের নৌকার প্রার্থী দুইবারের এমপি এবং বর্তমানে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীওয়ারোসাত হোসেন বেলাল বীরপ্রতিক সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন।
এই আসনের নৌকার প্রার্থীর প্রচারণা চালাচ্ছেন মহিলা ভোটারগণ। সকাল থেকে বের হয়ে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে লিফলেট বিতরণ করছেন তারা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে ধলামূল গাঁও ইউনিয়নের শালথি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নৌকার প্রার্থী ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন বকুল, হাবিবুর রহমান রুক্কু, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি হোসনে আরা বেগম লুৎফা, সাবেক যুবলীগ সভাপতি মাসুদুল আলম, টিপু, নারী নেত্রী চিত্র সরকার, ফেরদৌস আলম এবং কামরুজ্জামান উজ্জল। ওয়ারেসাত হোসেন বেলাল তার এলাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আগামীতে আরো বেশী উন্নয়নের লক্ষে তাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।