মদনে আওয়ামীলীগের জনসভা বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

মদন প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ, বিএনপির উপজেলা কমিটির সম্মানিত সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার, খায়রুজ্জামান সেকুলসহ তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
বুধবার বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউপি কার্যালয় প্রাঙ্গনে একাদশ জাতীয় সদস্য নির্বাচনকে সামনে রেখে এক জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিযাজুরী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেবেকা মমিনের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন ।
ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রেনু মিয়ার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত জন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী রেবেকা মমিন এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক গণপরিষদ সদস্য আব্দুল মোতালিব র খান পাঠান, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন,মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ,জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ ইকবাল,মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল কবির খোকন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার,আওযামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মসরুর ইয়ার চৌধুরী প্রমূখ। প্রধান অতিথি হিসেবে জনসভায় রেবেকা মমিন এমপি বলেন, গত ১০ বছরে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। চুরি ডাকাতি নেই। মানুষ খুব সুখে শান্তিতে বসবাস করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাধারণ মানুষ শান্তি পায়। সাধারণ মানুষের সুখেই প্রধান মন্ত্রীর স্বপ্ন। আজ আমরা সবাই ঐক্যবদ্ধ। প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাই মিলে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো ক্ষমতা আসার সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।