কেন্দুয়ায় কেন্দ্র ভিত্তিক প্রচারণায় ব্যস্ত নৌকার প্রার্থী অসীম উকিল

কেন্দুয়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল কেন্দ্র ভিত্তিক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।  বৃহস্পতিবার সকাল থেকে তিনি দিনব্যাপী নির্বাচনী এলাকার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা, কুন্ডুলী, গোগ, জালালপুর ও তেতুলিয়া সহকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। এসব সভায় প্রার্থী অসীম কুমার উকিল ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা আসাদুল হক ভূইয়া, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।