নেত্রকোণায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশেষ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সারা দেশের মতো নেত্রকোণাতেও বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে জেলা ১০টি উপজেলাতে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েনের কথা জানান জেলা রির্টানিং কর্মকতা মঈনউল ইসলাম ও ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহজাহান সিরাজ।
সূত্র জানায়, নেত্রকোণার পাঁচটি আসনের ৮৬টি ইউনিয়নে ভোটের অনুকূল পরিবেশ বজায় রাখতে কাজ করবে ওই বাহিনীর সদস্যরা। জেলা রির্টানিং কর্মকর্তা জানান, ওই পাঁচটি আসনে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবিসহ বিভিন্ন দলের মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের সংখ্যা ১৬ লাখ এক হাজার ৯৬৪ জন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।