
ফয়েজ আহম্মদ হৃদয়,মদন থেকে: নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে এবার তিন নারী প্রার্থীর প্রচারনা জমে উঠেছে। ভোটারদের মধ্যে প্রধান আকর্ষণ এ আসনের তিন প্রার্থীই নারী।তিন প্রার্থীর পক্ষেই ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও তার সমর্থকরা।
ইতি মধ্যে প্রধান দুই দল আওয়ামীলীগের রেবেকা মমিন ও বিএনপি প্রার্থী তাহমিনা জামান শ্রাবণী উপজেলা সদরে ব্যাপক শোডাউন করে মদনে প্রচারনা শুরু করেছেন। কমিউনিস্ট পার্টির জলি তালুকদার কাইটাইল .ফতেপুর,বালালীসহ বিভিন্ন এলাকায় পথ সভা করে কাঁচি প্রতীকে ভোট চেয়ে ভোটারদেরকে আকৃষ্টি করছে। নৌকা,ধানের শীষ ও কাঁচি তিন প্রার্থী সমান তালে প্রচার চালিয়ে যাচ্ছেন। মুক্তিযোদ্ধে অধ্যুষিত এলাকা মদনে আওয়ামী লীগের ব্যাপক জন সমর্থন থাকলেও লুৎফুজ্জামান বাবরের দোহাই দিযে তার সহধর্মীনি তাহমিনা জামান ধানের শীষে ভোট বাড়াতে আপ্রাণ চেষ্টা করছেন। এখানে প্রধান দ-ুদলেরই ব্যাপক জনসমর্থন রয়েছে। প্রার্থীরা রাত দিন ভোটারদের বাড়ি,হাট,ঘাট,মাঠ,দোকান ঘুরে ভোট ভিক্ষা করছেন আর মাইকিং এ চলছে প্রতীকের সরগরম প্রচার।সংসদ নির্বাচনে নেত্রকোণায় এর আগে কোন আসনে তিন নারীর সরাসরি প্রতিদ্বন্দিতা দেখা যায়নি। হাওর-বাওর অধ্যুষিত এ নির্বাচনি এলাকা আওয়ামী লীগ থেকে তৃতীয় বারের মতো মনোনয়ন পেয়েছেন, বর্তমান এমপি রেবেকা মমিন। তিনি দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মমিনের স্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র নেত্রী স্বামীর মৃত্যুর পর সরাসরি ভোটের রাজনীতিতে আসেন। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে পর পর দুবার এমপি নির্বাচিত হন তিনি। এ দিকে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। এবারই প্রথম রাজনীতির মাঠে নেমেছেন তিনি। একাধিক মামলার দন্ডপ্রাপ্ত বাবরের প্রতিদ্বন্দিতা অসম্ভব হওয়ায় বিকল্প প্রার্থী হয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) থেকে মনোনীত হয়েছেন জলি তালুকদার। তিনি দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলির সদস্য এবং গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক। বাম ঘরানার রাজনৈতিক আন্দোলন সংগ্রামের লড়াকু সৈনিক হিসাবে পরিচিত তিনি।
নির্বাচন অবাধ সুষ্টু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ার ব্যপারে এলাকার সার্বিক পরিস্থিতি সর্ম্পকে স্থানীয় সাংবাদিকগণ কমিউনিস্ট পার্টির নির্বাচন পরিচালনা কমিটির নেতা পার্থ প্রতীম সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত মাঠের সার্বিক পরিস্থিতি ভালো আছে।
আওয়ামীলীগ প্রর্থীর পক্ষে মদন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্বা আব্দুল কদ্দুছ জানান, খুব সুন্দর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ভোটারদের মধ্যে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনি এলাকা খুবই শান্তিপ্রিয় রয়েছে।