
বিশেষ প্রতিনিধি: মহান বিজয় দিবস উৎসব উপলক্ষে নেত্রকোণা স্বাবলম্বী উন্নয়ন সমিতি এবং পিকেএসএফ এর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির অধীনে বিজয় পদযাত্রা ও মুক্তিযুদ্ধের গল্প বলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর শহরের শিবগঞ্জ রোডস্থ সংস্থার কার্যালয় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতপাইস্থিত মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। সংস্থার উর্ধতন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ, ছাত্র, শিক্ষক, যুবক- যুবতীসহ বিভিন্ন পেশাজীবীর লোকজন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে সংস্থার ড্রিম সেন্টারে মুক্তিযুদ্ধের গল্প বলা হয়।