
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় পুলিশের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে ও সাতপাই স্মৃতিস্তম্ভে স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত এস এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ শাহজাহান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।