কলমাকান্দায় মহান বিজয় দিবস পালিত

কলমাকান্দা প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে রোববার কলমাকান্দায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন।

৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে  পুষ্পকস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, উন্নত খাবার, বিশেষ মোনাজাত, প্রীতি ফুটবল, মুক্তিযোদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ রোববার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের ২৫০ জন বীর মুক্তিযোদ্ধা কে সংবর্ধনা দেওয়া হয়।  কলমাকান্দা মাল্টিপারপাস অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলার  ২৫০ জন বীর মুক্তিযোদ্ধােদের হাতে রজনীগন্ধা দিয়ে  সম্মাননা তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। সম্মাননা প্রদান শেষে ইউএনও মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডাঃ ফারুক হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি – বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছবি বিশ্বাস এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন তালুকদার, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব উদ্দিন ও কল মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক আহমেদ রাজু প্রমূখ।
সুষ্ঠুু শান্তিপূর্ণ ভাবগম্ভীর পরিবেশে উপজেলা সদরসহ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দিবসটি উদ্যাপন করেছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।