নেত্রকোণা-৪ মদন থেকে প্রচার শুরু করলেন তাহমিনা জামান

মদন প্রতিনিধি: নেত্রকোণা মদনপুর শাহসুলতান কমরুদ্দিন রুমি (রহঃ) ও মদনের বুড়া পীরের মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপি মনোনীত প্রার্থী তাহমিনা জামান বুধবার সন্ধ্যায় নির্বাচনী প্রচার শুরু করেন। ওই রাতে মাজার জিয়ারত শেষে নিজবাড়ি বাড়িভাদেরা গ্রামে পৌঁছালে হাজার হাজার মানুষ তাকে ধানের শীষ প্রতীক নিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
মদন উপজেলা বিএনপি সভাপতি এন আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি আসরাফ উদ্দিন খান, জেলা বিএনপি নেতা এডভোকেট মাসুদ রানা চৌধুরী, মদন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ,সাবেক উপজেলা চেয়ারম্যান বীর গোলাম আহমেদ,মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান আফম শফিক,খালিয়াজুরী বিএনপি সভাপতি আব্দুর রউফ স্বাধীন,মদন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরী প্রমূখ।
সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন করার জন্য ধানের শীষে ভোট দিতে ভোটারদেরকে অনুরোধ করেন। সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন হলে জনগণের ভোটে আমি বিজয়ী হব বলে আশাবাদ ব্যক্ত করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।