
পূর্বধলা প্রতিনিধি: “শান্তি জিতলে জিতবে দেশ” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ সরকার, ডেমক্রেসী ইন্টারন্যাশনাল ও ইউএস এইড বাংলাদেশ এর অর্থায়নে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে নির্বাচনি সহিংসতা না বলতে এক ডায়ালগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পূূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে শান্তিতে বিজয় সংলাপে নাগরিক অধিকার কর্মসূচির আওতায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ ভোটার,সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তব্য রাখেন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের মাইক্রো ফাইনান্স উপ-পরিচালক সুদেব চন্দ্র রায়, কো-অডিনেটর কৃষিবিধ হামিদুর রহমান, অডিট প্রধান সাইফুল আলম বিপ্লব, মনিটরিং প্রধান আসাদুল ইসলাম, আইটি বিভাগের মুহায় মুনিল ইসলাম সৌমিক, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মোতাহার হোসেন বকুল, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীন, সাংবাদিক জুলফিকার আলী শাহীন প্রমূখ।
কর্মশালায় উপস্থিত দেড় শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার লোকজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গিকার করেন।