কলমাকান্দা ও দুর্গাপুর থেকে ২ যুবকের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার ঠাকুরাকোণা-কলমাকান্দা (সওজ) সড়কের পাশে বাবনীকোণা নামকস্থান থেকে বুধবার দুপুরের দিকে এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ। অপরদিকে দুর্গাপুর উপজেলার কাকৈরকোণা গ্রাম থেকে বুধবার দুপুরে শফিকুল ইসলাম নামের আরো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে ওই যুবককে শ্বাসরুদ্ধ করে হত্যা করে একটি বস্তায় ভরে ঘটনাস্থলে ফেলে রাখে। সড়কের পাশে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে কলমাকান্দা থানা নিয়ে যাওয়া হয়। পরে লাশের সরতহাল শেষে বুধবার ময়না তদন্তের জন্য নেত্রকোণা জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ সনাক্ত করা যায়নি। ্এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে দুর্গাপুর থানায় অফিসার ইনচার্জ মিজানুর রহামন জানান,নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরকোণা গ্রাম থেকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে কাকৈরকোণা ইউনিয়নের দক্ষিণ কুরুঞ্জা গ্রামের শফিকুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেবা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক জানান,দুর্গাপুর উদ্ধার হওয়া যুবকের পরিচয় পাওয়া গেছে। কলমাকান্দায় উদ্ধার হওয়া যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনা দুটির রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।