
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জে মঙ্গলবার এনজিও পপি সিডস প্রকল্পের কার্যক্রমের সমাপনী ও শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে এই অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দ। পপি সিডস প্রেগ্রাম ম্যানেজার মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্মা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভিন,সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাসুল তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নূরুজ্জামান,প্রেসক্লাব সভাপতি এস,এম, সারোয়ার খোকন, সাংবাদিক হাফিজুর রহমান চয়ন প্রমুখ। শেষে সুফলভোগীদের মাঝে নগদ টাকা ও চেক প্রদান করা হয়।