
বিশেষ প্রতিনিধি: জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব নেত্রকোণা জেলা কর্তৃক আয়োজিত তামাকজাত দ্রব্যর বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে নেত্রকোণা পৌর ভবনের সামনের সড়কে মঙ্গলবার জনসচেতনতা মুলক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ শেষে নেত্রকোণা জেলা প্রেসক্লাব ক্যান্টিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি দেব সংকর রায় দেবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. তোফাইল ইসলাম শাহীনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আরিফুল ইসলাম, তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণের কেন্দ্রীয় প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ,প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম, মুখলেছুর রহমান খান, উন্মেষ আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আরিফুল ইসলাম ,ইসলামিক ফাইন্ডেশনের গণশিক্ষা অফিসার মোসতাসিন বিলাøহ, নাটাবের ফিল্ড অফিসার আমিরুল ইসলাম প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।