
খালিয়াজুরী প্রতিনিধি: “শান্তি জিতলে, জিতবে দেশ” আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিতে বিজয় সামাজিক প্রচারণা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউএসএইড, ডেমোক্রিসি ইন্টারন্যাশনাল এবং আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে খালিয়াজুরী উপজেলা সদরের সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রকল্প কো-অর্ডিনেটর সুবেদ চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সোয়েব সিদ্দিকী, খালিয়াজুরী সদর ইউপি চেয়ারম্যান মো: ছানোয়ারুজ্জামান জোসেফ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আহম্মদ তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বাগত সরকার শুভ, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের অডিট প্রধান সাইফুল আলম বিপ্লব, মনিটরিং প্রধান আশাদুল ইসলাম, মনিরুজ্জামান ও মুহাইমিনুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সহিংসতা কখনো রাজনীতি কিংবা নির্বাচনের অংশ হতে পারে না। অতীতে বিভিন্ন নির্বাচন ঘিরে সহিংসতা ঘটেছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সমাজের নিরীহ ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। নির্বাচনের আগে এবং পরে সহিংসতা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। আলোচনা সভার পর সম্মিলিতভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান উপজেল পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সোয়েব সিদ্দিকী।