
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জের আর্দশ নগরে সোমবার দুপুরে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের ৩’শ ৫৯ শিক্ষার্থীদের শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
জানা গেছে, শহীদ স্মৃতি মহা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সৌজন্য কম্বল বিতরণ করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী মাহমুদ আকন্দ। এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড মোঃ রেজাউল করীম, আদর্শ নগর মহা বিদ্যালয়ের অধ্যক্ষ জীবন কৃষ্ণ সরকার প্রমুখ।
এসময় মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী মাহমুদ আকন্দ জানান, শহীদ স্মৃতি মহা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সৌজন্য ৩’শ ৫৯ শিক্ষার্থীদের শীতের কম্বল বিতরণ করা হয়েছে।