নেত্রকোণায় বিভিন্ন দলের ২৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

বিশেষ প্রতিনিধি: একাদশ জাতীয় নির্বাচনে নেত্রকোণার ৫টি আসনে ২৬ প্রার্থী চূড়ান্ত হওয়ার পর প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে নেত্রকোণা-১ আসনে আওয়ামী লীগে রয়েছে এক বিদ্রোহী প্রার্থী।
এর মধ্যে নেত্রকোণা-১ আসনে ৫ জন, নেত্রকোণা- ২ আসনে ৬ জন, নেত্রকোণা-৩ আসনে ৬জন, নেত্রকোণা- ৪ আসনে ৪ জন ও নেত্রকোণা- ৫ আসনে ৫ জন প্রার্থী রয়েছেন।
রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এই প্রার্থীরা চূড়ান্ত ও ১০ ডিসেম্বর সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মঈনউল ইসলাম।
চূড়ান্ত প্রার্থীর তালিকায় রয়েছেন, নেত্রকোণা-১ আসনে আওয়ামী লীগের মানু মজুমদার নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী (আওয়ামী লীগের বিদ্রোহী),আপেল প্রতীক, বিএনপির প্রার্থী ব্যারিষ্টার কায়সার কামাল ধানের শীষ, সিপিবির মো: আলকাছ উদ্দিন মীর কাস্তে প্রতীক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মামুনুর রশীদ পেয়েছেন হাতপাখা প্রতীক।
নেত্রকোণা-২ আসনে আওয়ামী লীগের আশরাফ আলী খান খসরু নৌকা প্রতীক, বিএনপির প্রার্থী আনোয়ারুল হক ধানের শিষ প্রতীক, সিপিবির মোশতাক আহমেদ কাস্তে প্রতীক,ইসলামী আন্দোলন বাংলাদেশের খোরশেদ আলী হাতপাখা প্রতীক,জাকের পার্টির বরকত উল্লাহ গোলাপফুল প্রতীক, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির সজীব সরকার রতন পেয়েছেন কোদাল প্রতীক।
নেত্রকোণা-৩ আসনে-আওয়ামী লীগের প্রার্থী অসীম কুমার উকিল নৌকা প্রতীক, বিএনপির রফিকুল ইসলাম হিলালী ধানের শিষ প্রতীক, ইসলামী ঐক্য জোটের এহতেশামুল সারোয়ার মিনার প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেন হাতপাখা প্রতীক, জাতীয় পার্টির জসীম উদ্দিন ভুইয়া লাঙল প্রতীক, সিপিবির আনোয়ার হোসেন পেয়েছেন কাস্তে প্রতীক।
নেত্রকোণা-৪ আসনে আওয়ামী লীগের রেবেকা মমিন নৌকা প্রতীক, বিএনপির তাহমিনা জামান শ্রাবণী ধানের শিষ প্রতীক, সিপিবির জলি তালুকদার কাস্তে প্রতীক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোফাজ্জল হোসেন হাতপাখা প্রতীক পেয়েছেন।
এবং নেত্রকোণা-৫ আসনে-আওয়ামী লীগের প্রার্থী ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক),নৌকা প্রতীক,বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার ধানের শিষ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: শামীম হোসেন হাতপাখা প্রতীক, মুসলীম লীগের এম আর মাসুদ হারিকেন, ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ওয়াহাব হামিদি পেয়েছেন খেজুরগাছ প্রতীক।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।