মোহনগঞ্জে ৩ জন জয়িতাকে সম্মাননা প্রদান

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ৩জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। রবিবার উপজেলা হল রুমে অতর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোসাঃ ফাতেমা আক্তার, সফল জননী নারী মঞ্জরা খাতুন ও সমাজ উন্নয়নে অসামন্যা অবদান রাখার জন্য ফারহানা হক প্রভাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানাদিতে অংশ গ্রহন করেন, ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, এসিল্যান্ড মোঃ রেজাউল করীম,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পারভিন, প্রেসক্লাব সভাপতি এস,এম, সারোয়ার খোকন, নারী নেত্রী লাইলী আন্জমান প্রমুখ। বাংলাদেশ নারী প্রগতি সংঘ, ইকো সোশাল ডেভেলপমেন্ট(ইএসডিও) অনুষ্ঠানের সহযোগিতা প্রাদান করে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।