ত্রিশাল প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে বিআরডিবির ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর । অবৈধপন্থায় বিনা ভোটে নির্বাচন করার জন্য পায়তারা করছে বিআরডিবির ঋন খেলাপি সভাপতি আইয়ুব আলী।
জানাযায়,বর্তমান সভাপতি ঋন খেলাপি আইয়ুব আলী সমবায়ীদের না জানিয়ে গোপনীয় ভাবে অফিসে না এসে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্বীতায় সমবায় অফিসের সহযোগীতায় নির্বাচন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিআরডিবির সাবেক সভাপতি নবী নেওয়াজ সরকার। এ ব্যাপারে অভিযোগকারী দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান,বিআরডিবির পরিচালক ঢাকা,নিবন্ধন ও মহা পরিচালক সমবায় অধিদপ্তর সহ বিভিন্ন কার্যালয়ে অনুলিপি প্রেরন করেন।
আইয়ুব আলী নিজস্ব লোক দিয়ে ৩ সদস্য বিশিষ্ট বিআরডিবির ব্যবস্থাপনা কমিটির নিবার্চনী কমিটির নিয়োগ আনেন । গোপনীয় ভাবে ২৬ নভেম্বর বিআরডিবির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষনা করেন এবং ২৯নভেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য্য করেন এ নির্বাচনী কমিটি। এব্যাপারে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান নির্বাচন সংক্রান্ত আমি অফিসিয়ালি কোন কিছু জানি না।তিনি বলেন আইয়ুব আলীর নিকট বিআরডিবির সরকারী বাসার ভাড়া বাবদ ৬লক্ষ ৪৮ হাজার টাকা পাওনা রয়েছে।সমবায় আইনে সে ঋন খেলাপি নির্বাচনে তার প্রার্থীতা অযোগ্য ।
উপজেলা সমবায় কর্মকর্তা অপরুপা মালাকার নিকট নির্বাচনী সংক্রান্ত জানতে চাইলে সে বলেন এ বিষয়ে জেলা যুগ্ম নিবন্ধকের নিকট জানেন।উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকির বলেন জাতীয় নির্বাচনের আগে বিআরডিবির নির্বাচন না করার জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি