৫ মিনিট স্তব্ধ নেত্রকোণা

বিশেষ প্রতিনিধি : জেএমবি’র বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গী কর্মকান্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে শনিবার পালিত হয়েছে নেত্রকোণা ট্র্যাজেডি দিবস। নেত্রকোণা ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় জেলা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। সকাল সকাল ১০টায় নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করার পর বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ১০.৪০মিনিটে থেকে ১০.৪৫ মিনিট পর্যন্ত যে যেখানে ছিল সেখানেই স্বতঃস্ফূর্ত ভাবে ৫ মিনিট নীরবে দাড়িয়ে ‘স্তব্ধ নেত্রকোণা’ কর্মসূচী পালন করে। এ সময় সড়কে চলাচলরত সকল প্রকার যানবাহন ৫ মিনিটের জন্য থমকে দাঁড়ায়। সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে। ১২টায় শহীদদের কবর জিয়ারত, শশ্মানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ পরিবারবর্গের সাথে সাক্ষাত অনুষ্ঠিত হয়। বিকালে স্থানীয় শহীদ মিনারে সন্ত্রাস মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ এবং মনোজ্ঞ প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।