
বিশেষ প্রতিনিধি: পরিবেশ রক্ষা ও নেত্রকোণার সার্বিক উন্নয়নে মিডিয়ার ভূমিকা নিয়ে মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আইইডির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এই সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। সভাটি পরিচালনা করেন কার্যকরী কমিটির সদস্য কামরুজ্জামান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ননী গোপাল সরকার, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, সংষ্কৃতিকর্মী লিটন ধরগুপ্ত প্রমুখ।
বক্তরা জানান, জনউদ্যোগ দীর্ঘদিন ধরে জেলায় শিক্ষা,স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণ, মগড়া নদী দখল ও দুষণ মুক্ত, নিরাপদ সড়কের দাবি, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার্থীদের কাছে বিড়ি-সিকেরেটসহ মদক দ্রব্য বিক্রি না করা, পাহাড় ও হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নকরণ, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছে।