বাংলার নেত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর মদনের সেই বৃদ্ধা পেলেন বয়স্ক ভাতার কার্ড

মদন প্রতিনিধি: দৈনিক বাংলার নেত্র পত্রিকা ও অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের একদিন পর বুধবার নেত্রকোণা জেলা প্রসাশক মঈনউল ইসলাম এঁর নির্দেশে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই ৯৬ বছরের বৃদ্ধা সূরুজবানুকে বয়স্ক ভাতার কার্ড প্রদান করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই সিনিয়র সিটিজেনের বাড়িতে গিয়ে তাঁর হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। নেত্রকোণার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের প্রবীণ নারী সুরুজবানুর জন্ম ১৯২২ সালের ৮ অক্টোবর। জাতীয় পরিচয় পত্রের হিসেব অনুযায়ী ৯৬ বছর বয়স হলেও মিলেনি বয়স্ক ভাতার কার্ড। মঙ্গলবার দৈনিক বাংলার নেত্রকোণার অনলাইনে ও বুধবারের পত্রিকায় “৯৬ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড” শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা প্রসাশকের নজরে আসে।
জেলা প্রসাশকের নির্দেশে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়ালীউল হাসান জরুরী ভিত্তিতে বয়স্ক ভাতার কার্ড তৈরী করে বৃদ্ধার বাড়ি বাগজান গ্রামে গিয়ে তার হাতে বয়স্ক ভাতার কার্ড প্রদান করেন। এসসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, দৈনিক সমকাল প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি মোঃ আল আমীন তালুকদার,মিডিয়া কর্মীগণসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মদন প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকগণকে এমন গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়ালীউল হাসান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।