৯৬ বছরে বয়স্ক ভাতার কার্ড চান সুরুজবানু

মদন প্রতিনিধি: সুরুজবানুর ৯৬ বছর বয়স হলেও আজো মিলেনি বয়স্ক ভাতার কার্ড। নেত্রকোণার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত আরফান আলীর স্ত্রী সুরুজবানু বয়সের ভারে ন্যুব্জ হয়ে অসহায় অবস্থায় বর্তমানে তিনি তার এক মেয়ের বাড়িতে বসবাসের স্থান পেয়েছেন। তার আক্ষেপ এই মূহুর্তে একটি বয়স্ক ভাতার কার্ড পেলে মনে শান্তি আসত। নির্বাচন এলে জনপ্রতিনিধিরা শুধু ভোটের জন্য বাড়ি বাড়ি আসে এবং বয়স্ক ভাতা পাওয়ার আশ্বাস দেন। কিন্তু নির্বাচন চলে গেলে কেউ খবর রাখে না। আমি দরিদ্র মানুষ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে টাকা দিতে পারি নাই বলে আমার কপালে কার্ড জোটে না। আমার দুই ছেলে ও চার মেয়ে থাকলেও ছেলেরা আমার বরণ পোষন করে না। অবশেষে বাদ্য হয়ে এক মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। সোমবার সরজমিনে মেয়ে রোকিয়া আক্তারের বাড়ি একই গ্রামে গেলে এভাবেই তিনি আক্ষেপ করে আমাদের প্রতিনিধিকে এ সব কথা বলেন। তিনি আরো বলেন,আর কত বয়স ওইলে আমার কপালে বয়স্ক ভাতার কার্ড জুটবে। এ ব্যপারে তিয়শ্রী ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ বলেন, সুরুজবানুর বয়স যে ৯৬ বছর হয়েছে তা আমার জানা ছিল না। তবে আইডি কার্ড ও ছবি দিলে আমি বয়স্ক ভাতা কার্ডের ব্যবস্থা করব।এ বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, প্রকৃত বয়স ও আর্থিক অসচ্ছলতার ভিত্তিতেই ভাতা প্রদান করা হয়। তবে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এ বিষয়টি বাস্তবায়ন করবেন। আমাকে তথ্য দিলে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।