
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোণা মোহনগঞ্জে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সোমবার উপজেলা পরিষদ চত্তরে উপজেলার বয়স্ক ও শিশু প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী মাহমুদ আকন্দ,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, এর কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডাঃ মাছুমা আক্তার ডালিয়া,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুল তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস,এম, সারোয়ার খোকন, থেরাপি সহকারি মাসুদ রানা, অডিওমেট্রেশিয়ান দেবাশীষ চক্রবর্তী, প্রমুখ।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সূত্রে জানা গেছে, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ৩২ টি, ট্রাই সাইকেল ৯টি,হিয়ারিং এইড ৭টি,কর্নার চেয়ার ৭টি,সাদাছড়ি ৫টি.টয়লেট চেয়ার ৪টি ওয়াকার ৬টি স্ট্যান্ডিং ফ্রেম ৭টি বিতরণ করা হয়।