মোহনগঞ্জে জাতীয় প্রতিবন্ধী দিবসে সহায়ক উপকরণ বিতরণ

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোণা মোহনগঞ্জে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সোমবার উপজেলা পরিষদ চত্তরে উপজেলার বয়স্ক ও শিশু প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী মাহমুদ আকন্দ,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, এর কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডাঃ মাছুমা আক্তার ডালিয়া,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুল তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস,এম, সারোয়ার খোকন, থেরাপি সহকারি মাসুদ রানা, অডিওমেট্রেশিয়ান দেবাশীষ চক্রবর্তী, প্রমুখ।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সূত্রে জানা গেছে, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ৩২ টি, ট্রাই সাইকেল ৯টি,হিয়ারিং এইড ৭টি,কর্নার চেয়ার ৭টি,সাদাছড়ি ৫টি.টয়লেট চেয়ার ৪টি ওয়াকার ৬টি স্ট্যান্ডিং ফ্রেম ৭টি বিতরণ করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।