
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামেদা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ওই ইউনিয়নের ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৬১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথমবারের মত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘জ্ঞান ভিত্তক সমাজ বিনির্মাণে সুশিক্ষার বিকল্প নেই’ শ্লোগানকে সামনে রেখে শিক্ষা বৃত্তির আয়োজন করেছে জামেদা বেগম মেমোরিয়াল ট্রাস্ট। পরীক্ষা চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার সহকারি শিক্ষা কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল, সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী চৌধুরী হীরা মিয়া এবং ট্রাস্টের মহাসচিব আবু সাইদ কিবরিয়া প্রমুখ।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাংলাদেশ টেলিভিশনের সাবেক বিতার্কিক আবুল কালাম আজাদ এই বৃত্তিদর আয়োজন করেন। এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আলোর পথ দেখানো, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সেবার মহান ব্রত নিয়ে তিনি তার মায়ের মায়ের নামে এই এই কার্যক্রম পরিচালনা করছেন বলে জানসান। সৃজনশীল কর্মকান্ড যেমন বিতর্ক, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা, বই পড়া কর্মসূচী, মুক্তিযুদ্ধের উপর পড়াশুনা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাধারণ প্রতিযোগিতা এবং বিষয় ভিত্তিক কর্মশালার আয়োজন করা এই ট্রাস্টের মূল লক্ষ্য।