নেত্রকোণায় ১২ জনের মনোনয়নপত্র বাতিল

বিশেষ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণায় আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে যাচাই বাছাইয়ে ১২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরমধ্যে বিএনপির ২ জন প্রার্থী রয়েছেন।
রোববার সকাল ১০ থেকে শুরু হয়ে বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে।
জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, ঋণের বরখেলাপি, ত্রুটিপূর্ণ তথ্য, স্বাক্ষরের গড়মিল, শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য, সঠিক সময়ে বিদ্যুৎ বিল না দেওয়া ও শতকরা ১ শতাংশ হারে ভোটারদের সাক্ষর না থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ১২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাঁদের মধ্যে এরশাদুর রহমান ও শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না থাকায় বাতিল করা হয়েছে। আর এলডিপির মনোনীত প্রার্থী এম এ করিম আব্বাসী নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকায় এবং মুসলিম লীগের নজরুল ইসলামের স্বাক্ষর না থাকায় ও ঋণ খেলাফি থাকায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। অপর দিকে খেলাফত মজলিসের প্রার্থী মো. আব্দুল কাইয়ুম খানের শিক্ষাগত যোগ্যতা এমএ পাশ থাকলেও তা দাখিল করা হয়নি। আর জাকের পার্টির মোস্তফা জামান আব্বাসের টেলিফোন বিল বকেয়া থাকায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন। তাঁদের মধ্যে জেলা পরিষদ সদস্য পদ থেকে অব্যাহতি না নেয়ায় জাতীয় পার্টির প্রার্থী আসমা সুলতানা ও স্বতন্ত্র প্রার্থী এজাজুল হক প্রয়োজনীয় কোন কাগজপত্রই সংযুক্তি করেননি। তাই মনোনয়ন বাতিল করা হয়েছে।
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে দাখিল করেছেন ৭ জন। তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী শফী আহমেদেও নিজের স্বাক্ষর ঠিক না থাকায় এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় তাঁর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৮ জন। তাঁদের মধ্যে বিএনপির দলীয় মনোনয়নপত্রে দলের মহাসচিবের স্বাক্ষর সঠিক না থাকায় আবু তাহের তালুকদার ও রাবেয়া খাতুনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপর দিকে, স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেনের ঋণ ফেলাপি ও এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।