
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা-বড়ওয়ারী সড়কে দিগজান আদর্শ বিদ্যালয়ের প্লে শ্রেণীর ছাত্র রোহান আহমেদ খান মিয়াজী নিহত হওয়ার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানবন্ধন করেছে এলাকাবাসী।
দিগজান আদর্শ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক/শিক্ষিকা, অভিবাবক এবং ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুম আহমেদ, মোঃ আরশাদ খান, মাওলানা ইসহাক, এহসান, লিটন মিয়া, প্রদীপ কুমার ঘোষ, সবুজ মিয়া প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক দূর্ঘটনায় আর যেন কোন স্কুল শিক্ষার্থীর অকাল মৃত্যু না হয় তার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবী জানান।
উল্লেখ, গত ২৪ নভেম্বর বিকালে নেত্রকোণা সদর উপজেলার দিগজানে বাজারে ইজিবাইকের চাপায় শিশু রোহান ঘটনাস্থলেই মারা যায়।