নেত্রকোণার ৫টি আসন উপহার দিতে হবে-আশরাফ আলী খান খসরু

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সদর-বারহাট্টা আসন (১৫৮)-২ এর আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু নেত্রকোণায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে মোক্তারপাড়াস্থ নিজ বাসভবনে মতবিনিময় সভার আয়োজন করেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, অবহেলিত নেত্রকোণা আজ উন্নয়নের মহাসড়কে উঠেছে। নেত্রকোণায় শেখ হাসিনা বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ, ইকোনোমিক জোন, শেখ কামাল আইটি পার্কসহ নেত্রকোণা যোগাযোগ ব্যবস্থায় পাহাড়ি ও ভাটি বাংলার মানুষ সুফল ভোগ করছেন। তিনি নেত্রকোণা সদরসহ ৫টি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রেড-ক্রিসেন্ট এর নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু,জেলা আওয়ামীলীগের সম্মানীত সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মানিক,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাযহারুল ইসলাম, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা আওয়ামীলীগের সদস্য মাইনুল হক কাসেম,সাবেক ছাত্রলীগ সম্পাদক খোরশেদ আলম।
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাইপাস সড়ক নির্মাণ, মাদকমুক্ত জেলা, অব্যাহত উন্নয়ন, বেকাদের কর্মসংস্থান, ডিপ্লোমা কলেজ স্থাপনসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করা হবে বলে জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।