সুনামগঞ্জে পিতা-পুত্রের মনোনয়ন পত্র দাখিল!

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জে জেলা জাপার সাবেক সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আবদুল মজিদ ও তার পুুত্র নাজমুল হুদা হিমেল দু’জনই পৃথক ভাবে দুটি সংসদীয় আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন।’
বুধবার বিকেলে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জেলা জাপার সাবেক সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আবদুল মজিদের পক্ষ্যে অ্যাডভোকেট শাহ আলম তুলিপ সহ জাপার নেতাকর্মীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবদুল আহাদের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।’
সুনামগঞ্জ-৪ আসনে ২০১৪ সালে বিএনপি বিহিন নির্বাচনে সাবেক যুবলীগ নেতা অ্যাডভোটেক পীর ফজলুর রহমান মিসবাহ জাপার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এমপি মিসবাহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জাপার মহাজোঠ প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।’
প্রসঙ্গত, ১৯৯১ সালে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে সুনামগঞ্জ-৫ ( ছাতক-দোয়রাবাজার) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মজিদ। পরবর্তী ২০০৮ সালে, এরপর ওই আসনে জাপার এমপি মমতাজ ইকবাল মৃত্যু বরণ করলে উপ-নির্বাচনে এবং ২০১৪ সালে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে জাপার মনোনয়ন চেয়েও পাননি অ্যাডভোকেট মজিদ।’
অপরদিকে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে সাবেক এমপি আবদুল মজিদের ছেলে অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল জাপার প্রার্থী হিসাবে জেলা রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।’ জাপা থেকে ওই আসনে প্রার্থী হিসাবে দলীয় মনোনয়নের চিঠি দেযা হিমেলকে।
উল্ল্যেখ যে সুনামগঞ্জ -৫ আসনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন তিন বারের এমপি মুহিবুর রহমান মানিক। ’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।