
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলার রাজুর বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ধারালো অস্ত্রের আঘাতে জেলা কৃষক লীগের সদস্য একে এম মাসুদ ওরফে ফারুক (৫২) খুন হয়েছে।
তিনি সদর উপজেলার পৌর এলাকার বাহিরচাপড়া গ্রামের মৃত আবদুল মুকিতের ছেলে। মাসুদ একজন ঠিকাদারী ব্যবসায়ী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোণা পৌর শহরের বালুয়াখালি এলাকার এ কে এম মাসুদ ফারুকের পুত্র স্বাধীনের (১৫) সাথে দুই সপ্তাহ পূর্বে একই এলাকার সবুজ মিয়ার ছেলে নয়নের (১৫) হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে মাসুদ সবুজ ও তার পুত্রের বিরুদ্ধে নেত্রকোণা থানায় মামলা করেন। এরই জের ধরে আজ সন্ধ্যায় রাজুর বাজার এলাকায় মাসুদ ফারুকের ব্যবসায়িক চেম্বারের সামনে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্র্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারের পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।