
কেন্দুয়া প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবারপর্যন্ত নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সহকারি রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিএনপি মনোনীত দুই প্রার্থী এক সাথে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, জেলা বিএনপির সহসভাপতি, কেন্দুয়া উপজেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান আলহাজ মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল ও কেন্দ্রীয়বিএনপির সদস্য এবং কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালী। এছাড়া একইদিন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া, বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী জাকির হোসেন ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী এহতেশাম সারোয়ার মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল গত মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।