
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা ৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন বাতিলের দাবীতে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় বুধবার দুপুরে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত শফি আহমেদের নির্বাচনী এলাকার কয়েক হাজার সমর্থক।
সকাল সাড়ে এগারোটায় এই বিক্ষোভ শুরু করে ঘন্টা ব্যাপী চলার পর দলীয় সমর্থকরা সড়কে শুয়ে পরে। এসময় উপস্থিত ছিলেন মদন পৌর মেয়র আব্দুল হান্নান শামীম,মদন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম,খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলী আহম্মদ তাং, থানা আওয়ামীলীগ নেতা আরিফুজ্জামান মল্লিক, লতিফ সরকার, মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ইজাজুল হক রয়েল, মোহনগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মঞ্জুরুল হক, যুবলীগ নেতা সারোয়ার হোসেন, সাখায়াত সরকার প্রিন্স,মদন উপজেলা স্বেচ্ছ সেবক লীগ নেতা লিটন বাঙালী, তোফাইল আহমেদ, জেলা ছাত্রলীগৈর সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন, খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক স্বাগত সরকার শুভ, শাকিল হাসান, আরিফ সরকার পাবেল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে মনোনয়ন বাতিল করে নব্বইয়ের স্বৈরচার হঠাও আন্দোলনের ছাত্রনেতা শফি আহমেদকে মনোনয়ন দেয়ার দাবী জানান। না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
এদিকে গত তিনদিন ধরে নেত্রকোণা ১ আসনে (দুর্গাপুর-কলমাকান্দা) আওয়ামীলীগের মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ সহ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।