
এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোণার মোহনগঞ্জে সোমবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় গাভী পালন প্রদর্শনীর খামারীদের মাঝে ভাতা ও উপকরণ বিতরণ করেছে। এতে প্রধান অথিতি ছিলেন ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দ। এ উপলক্ষে প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হযরত আলীর সভাপতিত্বে অন্যদের বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এস,এম, সারোয়ার খোকন, ভেটেরিনারি সার্জন ডাঃ ভাস্কর চন্দ্র তালুকদার প্রমুখ। ভাতাপ্রাপ্তরা হলেন তেথুলিয়া ইউনিয়নের হানবীর গ্রামের জলি দে, বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পান্না আক্তার,মজিবুর রহমান, বড়তলী বনিহারী ইউনিয়নের জুলহাস মিয়া, মানিক মিয়া, গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ী গ্রামের সুইটি আক্তার প্রমুখ।