নেত্রকোণা-১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ : আটক ৭

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা ১ আসনে মানু মজুমদারের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বাতিলের দাবীতে নেত্রকোণার কলমাকান্দা ও দুর্গাপুরে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার মোট সাত জনকে আটক করেছে পুলিশ।
নেত্রকোণা কলমাকান্দা সড়কের গুতুরা বাজার এলাকায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে রাস্তায় শুয়ে পরেন। এসময় সড়ক থেকে বিক্ষোভকারীদের হঠাতে চাইলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধাওয়া পাল্টা ধাওয়ার সময় খায়রুল ইসলামসহ দুই জন বিক্ষোভকারী আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ।


এদিকে নেত্রকোণাা-১ আসনে প্রাপ্ত মনোনয়ন বাতিল এবং প্রকৃত আওয়ামীলীগ ত্যাগী নেতাদের মধ্য থেকে নতুন করে মনোনয়ন দেওয়ার দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে দলীয় সমর্থকরা। সোমবার বিকেলে পৌর শহরে মিছিল বের করতে চাইলে মিছিলকারীরা পুলিশের বাঁধার মুখে পড়ে। এসময় মিছিল পন্ড করে দিয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন আ.লীগ নেতা ও দুর্গাপুর মহিলা কলেজের প্রভাষক লিয়াকত আলী, প্রবীণ আ.লীগ নেতা আনোয়ার হোসেন বুলবুল, ছাত্রলীগ নেতা মোঃ রার¦ী মিয়া, ছাত্রলীগ নেতা মোতাহার হোসেন মোয়াজ ও মোঃ শামীম মিয়া।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন বিধিমালা ভঙ্গের কারনে তাদেরকে আটক করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য যে, নেত্রকোণা ১ আসনে ২৬ জন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করে। পরে নেত্রকোণা ১ আসনে মানু মজুমদারকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়া হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।