
দেলোয়ার হোসেন,ময়মনসিংহ: সকল জল্পপনা কল্পনা শেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের নৌকার টিকেট পেলেন মহাজোটের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।
মনোনয়নের খবর ত্রিশালে পৌছলে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আনন্দ মিছিল বের করে। ত্রিশালের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য মহাজোটের রুহুল আমীন মাদানীকে মনোনীত করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেতা কর্মীরা অভিনন্দন জানান।
রুহুল আমীন মাদানীর মনোনয়নের খরব যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ত্রিশালের নেতা কর্মীদের মাঝে প্রানচঞ্চল্য ফিরে এসেছে।