
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে ময়মনসিংহ রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহনে নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী বিরিশিরি জিবিসি কনফারেন্স হলরুম ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর কালচারাল একাডেমী মিলনায়তনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা (অক্টোবর-১৮) অনুষ্ঠিত হয়েছে।
অপরাধ পর্যালোচনা সভায় নেত্রকোণা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় পুলিশ নারী কল্যান সমিতির কোষাধ্যক্ষ প্রনীতা সরকার, লে. কর্নেল শাহজাহান সিরাজ, পুলিশ সুপার (ময়মনসিংহ) মো. আবিদ হোসেন, (জামালপুর) মো. দেলোয়ার হোসেন, (শেরপুর) কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক সহ ময়মনসিংহ রেঞ্জের পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, বর্তমান পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক গুণ চৌকশ। দেশের সকল কাজেই নিবেদিত হয়ে কাজ করার জন্য সকলকে আহবান জানান। আলোচনা শেষে অক্টোবর-২০১৮ তে অপরাধ দমন বিষয়ে কৃতিত্বের জন্য পুলিশ সুপার (ময়মনসিংহ) মো. আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর) সাকের হোসেন সিদ্দিকী, অফিসার ইনচার্জ (দুর্গাপুর) মো. মিজানুর রহমান, অফিসার ইনচার্জ ডিবি (ময়মনসিংহ) মো. শাহ্ কামাল আকন্দ, এসআই (জামালপুর) সাফায়েত হোসেন, এসআই (ময়মনসিংহ) মো. আব্দুস সালাম খলিফা, এসআই (খালিয়াজুরী) সোহেল রানা, এসআই (নালিতাবাড়ী) মো. হারুন অর রশিদ, দফাদার (ইসলামপুর) মো. আব্দুল গাফফার কে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। রাতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা দায়রা জজ রোকনুজ্জামান, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ জগলুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট স্বর্ণ কমল সেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম প্রমুখ।