নেত্রকোণার দত্ত উচ্চ বিদ্যালয়ে অষ্ট্রেলিয়ার শিক্ষা পদ্ধতি নিয়ে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা শহরের শতাব্দী প্রাচীন বিদ্যালয় এবং দত্ত উচ্চ বিদ্যালয় এবং দত্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং পরিচালনা পরিষদের সভাপতিও সদস্যদের সাথে বাংলাদেশের প্রচলিত আধুনিক শিক্ষাদান পদ্ধতির সাথে অষ্ট্রেলিয়ার শিক্ষা পদ্ধতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘বাংলা একাডেমি অষ্ট্রেলিয়ার’ উদ্যোগে বুধবার বিকালে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ‘বাংলা একাডেমি অষ্ট্রেলিয়ার’ পরিচালক আনোয়ার আকাশ সেখানকার শিক্ষা পদ্ধতি তুলে ধরেন। তিনি বাংলাদেশের শিক্ষা পদ্ধতির সাথে ঐ দেশের শিক্ষা পদ্ধতির সমন্বয় করার জন্য গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দত্ত উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হাবিবুর রহমান খান রতন, প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবির সাজু এবং নাইমা সুলতানা লিবন। এছাড়া গত মঙ্গলবারে এ বিষয় নিয়ে নেত্রকোণার কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়, কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবি নির্মলেন্দু গুণের কবিতা কুঞ্জে অষ্ট্রেলিয়ার শিক্ষা পদ্ধতি নিয়ে ৪টি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ ছিলেন বিশেষ অতিথি ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নারায়ণ কিশোর সরকার।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।