শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে হাওর অর্থনীতি ও উন্নয়ন গবেষণার নির্দেশ

স্টাফ রির্পোটার: নেত্রকোণা জেলার সদর উপজেলায় রাজুর বাজার এলাকায় এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হচ্ছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম লোটাস কামাল বলেন, নেত্রকোণায় বিশ্ববিদ্যালয় স্থাপনে একটি মেগা প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা হবে ৫০০ একর জমি। নির্মাণ করা হবে ১০তলাবিশিষ্ট তিনটি একাডেমিক ভবন, শিক্ষার্থীদের চারটি হল ও প্রশাসনিক ভবন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও থাকবে আবাসনের ব্যবস্থা। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা কর্তৃপক্ষ।
তিনি আরো জানান, ২০১৭ সালে মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয় ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’। এখন এর স্থায়ী রূপ দিতে প্রকল্পটি নেয়া হয়েছে। গবেষণাধর্মী এ বিশ্ববিদ্যালয়ে মানবিক, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, সামাজিক বিজ্ঞান ও বাণিজ্যের বিষয়গুলো পড়ানো হবে। স্নাতক ও স্নানকোত্তরসহ এমফিল ও পিএইচডি ডিগ্রি দেয়া হবে এ বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়টিতে চারটি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে। চলতি বছরের ২৮ জানুয়ারি‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল-২০১৮’ জাতীয় সংসদে পাস হয়।
সম্প্রতি মন্ত্রী আরও জানান, নতুন এ বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পর্যাপ্ত জায়গা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃষ্টির পানি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়টিতে ব্যবস্থা রাখারও নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। হাওড় অঞ্চলের এ বিশ্ববিদ্যালয়ে হাওরের অর্থনীতি ও উন্নয়ন নিয়ে গবেষণা করতেও শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।
নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কাযক্রম ইতিমধ্যে শুরু হয়েছে গেছে। চলতি সপ্তাহে কিংবা আগামী সপ্তাহে আমরা ভর্তি কার্যক্রম শুরুর নির্দেশনা পাবো। আমরা কার্যক্রম শুরু করেছি খুব দ্রুত গতিতে কাজ চলছে।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভর্তি সংক্রান্ত কার্যক্রম শুরু করার জন্য একটি চিঠি দেবে, চিঠি হাতে পেলেই কার্যক্রম শুরু করবো।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।