নেত্রকোণায় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপিত

বিশেষ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় নন্দিত কথা সাহিত্যিক লেখক ড. হুমায়ুন আহমেদের ৭০তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নেত্রকোণা হিমু পাঠক আড্ডার আয়োজনে শহরের সাতপাই এলাকা থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের মোক্তারপাড়া মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
এসময় র‌্যালীতে প্রখ্যাত প্রাবন্ধিক লেখক অধ্যাপক যতীন সরকার, প্রেসক্লাব সম্পাদক সম্পাদক শ্যামলেন্দু পালসহ হিমু পাঠক আড্ডার সকল হুমায়ুন ভক্তরা অংশ নেয়। পরে মোক্তারপাড়া মুক্তমঞ্চে জন্মদিনের কেক কাটেন অধ্যাপক যতীন সরকার ও হিমু পাঠক আড্ডার সদস্যরা।
এদিকে হুমায়ুন আহমেদের নিজ এলাকা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের তাঁর প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। শহীদ স্মৃতি বিদ্যাপীঠের আয়োজনে হুমায়ুন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কোরানখানি, কেক কাটা, র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এসময় হুমায়ুন আহমেদের চাচা আলতাবুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।