
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে সোমবার সন্ধ্যায় স্থানীয় শহীদ সন্তোষ পার্ক মাঠে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ডা. আমিনুল হক এর সঞ্চালনায় উপজেলা সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান মোঃ কামাল পাশা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াসিউজ্জামান লেলিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ সুমন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সরকার, উপজেলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি স্বপন সান্যাল, আলী আসগর, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, উপজেলা ভাইচেয়ারম্যান পারভীন আক্তার, যুবলীগ সভাপতি আঃ হান্নান, ছাত্রলীগ সভাপতি আঃ হালিম প্রমুখ।
বক্তারা উপস্থিত সকলকে সব কিছু ভুলে সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে মাঠ পর্যায়ে নৌকার পক্ষে কাজ করতে আহবান জানান। সেই সাথে আহামী জাতীয় নির্বাচনে সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলেই এক হয়ে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।