
বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণা জেলা যুবলীগের উদ্যোগে রবিবার জেলা শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়।
জেলা শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর ১২টার দিকে বর্ণাঢ্য আনন্দ র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি’র সভাপতিত্বে যুগ্ম আহবায়ক জামিউল ইসলাম খান জামি’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, প্রচার সম্পাদক জিল্লুর রহমান নোমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম নজরুল ইসলাম ফকির, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।